মেহেরপুরে একজনের মৃত্যু, চুয়াডাঙ্গায় চারজন আক্রান্ত
- আপলোড তারিখঃ ২৫-০৮-২০২১ ইং
২৪ ঘণ্টায় করোনায় দেশে ১১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজার ২৪৯ জন
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা একইসঙ্গে বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জনের শরীরে। এসময় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১১৪ জনের ও সুস্থ হয়েছে ৮ হাজার ৯০৭ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৬ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬১১ জনে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যু হয়নি। গতকাল মঙ্গলবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১১৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১০৯টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৩.৫৩ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ১ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন ও দামুড়হুদা উপজেলার ২ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে আরও ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৮১৭ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত বা উপর্স নিয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে মাত্র ৪ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩.৫৩ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৬ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৫ হাজার ৮৭১টি, প্রাপ্ত ফলাফল ২৫ হাজার ৯৯৯টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৬১১ জন। জেলায় বর্তমানে ৫৮৮ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৫৬০ জন ও হাসপাতাল আইসোলেশনে ২৮ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনীতে ২ জন ও মুজিবনগরে ১ জন রয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১২৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৬টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২.৫৯ শতাংশ। নতুন আক্রান্ত ১৬ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫২ জন। এর মধ্যে সদর উপজেলার ৩৫ জন, গাংনীর ৮২ জন এবং মুজিবনগরে ৩৫ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৭৬ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৫ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে।
সারা দেশ:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৫১৩ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫,২৪৯ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১১৪ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৬ জন ও মহিলা ৫৮ জন। যাদের মধ্যে বাসায় তিনজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছেন।
কমেন্ট বক্স