গ্রামবাসীকে অত্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ ১২-০৮-২০২১ ইং
মেহেরপুরের চকশ্যামনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কথিত ভাই পরিচয়ে গ্রামের মানুষকে অত্যাচার করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে এ অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ওই গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি।
সাংবাদিক সম্মেলনে মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমারসহ গ্রামবাসীর জমিতে বাণিজ্যিকভাবে লাগানো আখ ঘাস প্রতিদিন গ্রামের নিফাজের ছেলে সমিরুল ও তার ভাই খায়রুল, ফিরাতুল মহিষ দিয়ে খাইয়ে দেয়। চারদিন আগে সকালে সমিরুল আমার জমিতে ঘাস খাওয়ানোর সময় আমি ঘাস খাওয়াতে নিষেধ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে বলে আমি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির ছোট ভাই, কি করব, আর কি করব না সেটা আমার ব্যাপার। এরপর গ্রামবাসী আমাকে বাড়ি চলে আসতে বললে আমি বাড়ি চলে আসি। ওই দিন বিকেলে পুনরায় সমিরুলের ছোট ভাই জমিতে মহিষ ছেড়ে দিয়ে ঘাস খাওয়াতে লাগলে আমি এসময় তাকে বকাবকি করি। এসময় খবর পেয়ে সমিরুল একটি হাসুয়া নিয়ে এসে পেছন থেকে আমার মাথায় কোপ মারে। এরপর লাঠি দিয়ে আমাকে বেদম প্রহার করে। পরে গ্রামবাসী আমাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আমি থানায় মামলা করতে না পেরে কোর্টে মামলা দায়ের করি।’
তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কথিত ভাই পরিচয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে সামিরুল। এলাকার নারী-শিশু তার ভয়ে আতঙ্কিত। তার বিনা হুকুমে গ্রামে কোনো বিচার, সামাজিক অনুষ্ঠান এমনকি বিয়ে-সাদিও দেওয়া যায় না। আমি সাংবাদিকদের মাধ্যমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক বিচার ও তদন্তের দাবি জানাচ্ছি। সেই সাথে গ্রামের সকল মানুষের নিরাপত্তারও দাবি করছি।’
কমেন্ট বক্স