জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে
- আপলোড তারিখঃ ১২-০৮-২০২১ ইং
রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সভায় জেলা পরিষদের চেয়ারম্যান খোকন
সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ও সেক্রেটারি শাহান তিন বছরের জন্য ডেলিগেট নির্বাচিত
সমীকরণ প্রতিবেদন:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান। এসময় ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার, আসাদুজ্জামান কবির, জিল্লুর রহমান, বিলকিস জাহান ও ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী কমিটির সভায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে ডেলিগেট নির্বাচন (২০২১-২০২৩) এবং জাতীয় সদর দপ্তরে নাম প্রেরণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী তিন বছরের জন্য রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহানকে ডেলিগেট হিসেবে নির্বাচিত করা হয়।
বর্তমান মহামারি কোভিড-১৯ মোকাবিলায় ইউনিটে চলমান কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেডক্রিসেন্ট ইউনিট ভবনের তৃতীয়তলা নির্মাণকাজে সুইচ রেডক্রসের অর্থায়নে প্রকল্প উন্নয়নকাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। রেডক্রিসেন্ট ইউনিটের যুব কমিটি গঠনের বিষয়ে গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন বলেন, জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। রেডক্রিসেন্ট ইউনিটের চলমান কার্যক্রম গতিশীল করতে সকলকে দায়িত্বশীল হতে আহ্বান জানানো হয়। মহামারি করোনা মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখার জন্য কার্যনির্বাহী কমিটির সকলকে ধন্যবাদ জানান।
কমেন্ট বক্স