বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তালেবান আইন: পুরুষদের দাড়ি রাখতেই হবে, নারীরা একা বের হতে পারবে না

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২১ ইং
তালেবান আইন: পুরুষদের দাড়ি রাখতেই হবে, নারীরা একা বের হতে পারবে না
বিশ্ব প্রতিবেদন: আফগানিস্তানে নারীরা বাড়ি থেকে পুরুষ অভিভাবক ছাড়া একা বের হতে পারবেন না। পুরুষদেরও লম্বা দাড়ি বাধ্যতামূলক রাখতে হবে। উত্তর-পূর্ব আফগানিস্তানে তাকহার প্রদেশে এমন আইনই জারি করেছে তালেবান। এমনকি নারীদের বিয়ের জন্য পণ প্রথাও ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিষয়টি নিশ্চিত করে তাকহার প্রদেশের সমাজকর্মী মেরাজউদ্দিন জানিয়েছেন, এই চর্চা এরই মধ্যে শুরু করা হয়েছে। অবশ্য তালেবান এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। আফগানিস্তানে ৯০ দশকের তালেবান শাসন ব্যবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় চুরির জন্য হাত কেটে দেওয়া হতো, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হতো, এমনকি নারীদের ওপর আরোপিত ছিলো নানা রকম বিধিনিষেধ । আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের আগে এসব আইন জারি করেছিল তালেবান। তখন দেশটিতে নারীদের চাকরি তো দূরের কথা, কোনো পুরুষ আত্মীয় ছাড়া বাইরে বের হওয়াও নিষেধ ছিলো। এমনকি এই নিয়ম না মানলে কঠোর শাস্তিও ভোগ করতে হতো তাদের। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে মার্কিন সেনারা। এরই মধ্যে ফের সক্রিয় হচ্ছে তালেবান। দেশটির ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখলে নিয়েছে তারা বলে দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত