সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনায় মারা গেলেন স্ত্রী, স্বামী আইসোলেশনে

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২১ ইং
করোনায় মারা গেলেন স্ত্রী, স্বামী আইসোলেশনে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গত কয়েক সপ্তাহ ধরে করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং প্রতিদিনই আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়া ও মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড তৈরি করছে। গতকাল বেলা ১১টার দিকে পৌর এলাকার জাহানারা বেগম নামের এক নারীর মৃত্যু হয়। তাঁর পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত ছিলেন। নিহত জাহানারা বেগমের স্বামী খলিল রহমান করোনা আক্রান্ত হয়ে চলতি মাসের ১৭ তারিখ থেকেই সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। খলিল রহমানের জামায় শহিদুল ইসলামও গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল রাত সাড়ে আটটার দিকে আইসোলেশনে ভর্তি হন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন খলিল রহমানের মেয়ে ও শহিদুল ইসলমের স্ত্রী। জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স চালক সালামানের মোবাইলে কল করেন শহিদুল ইসলাম। করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁর শাশুড়ীকে হাসপাতালে নেওয়ার জন্য বলেন। সালমান দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছায় ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায়। পরিবারের অন্য সদস্যরাও করোনা আক্রান্ত থাকায় জাহানারা বেগমের সঙ্গে হাসপাতালে কেই আসতে পারেনি। তবে হাসপাতালে নেওয়ার পূর্বেই জাহানারা বেগমের মৃত্যু হয়। মোবাইল ফোনে যোগাযোগ করলে শহিদুল ইসলাম বলেন, ‘১৭ তারিখ থেকেই সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আমার শশুড় খলিল রহমান। আমার স্ত্রী এবং আমি নিজেও করোনা পজেটিভ। আমদের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে কয়েকদিন পূর্বে আমাদের দুই সন্তানকে এক আত্মিয়ের বাসায় পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে আমার শাশুড়ি, স্ত্রী এবং আমার নিজের শরীরেও করোনা শনাক্ত হয়। গতকাল শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। আমি নিজেও আজ (গতকাল) রাত সাড়ে আটটার দিকে আইসোলেশনে ভর্তি হয়েছি।’


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু