মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২১ ইং
আলমডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কুমারী গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের রিপন আলীর ১৬ বছরের কন্যার উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশিপুর গ্রামে বিয়ে ঠিক হয়। গতকাল সোমবার এ বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের সংবাদ শুনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়