সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটালো ‘জাগো আন্দুলবাড়ীয়া’
- আপলোড তারিখঃ ১৮-০৫-২০২১ ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরে ‘জাগো আন্দুলবাড়ীয়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত শুক্রবার ঈদের দিন সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে পরিপূর্ণ ঈদ বাজার উপহার ও আর্থিক অনুদান দিয়ে মুখে হাসি ফুটালেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের নেতৃবৃন্দ। ঈদ বাজার উপহার ও আর্ধিক অনুদানে সহযোগিতা করেন আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতীসন্তান, মেসার্স লতিফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস, মেসার্স চঞ্চল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভা, তালহা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জুবায়ের খান, মিম স্টোরের স্বত্ত্বাধিকারী মশিউর রহমান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির বিশ্বাস সাধন, এমএম ইফতেখার আহম্মেদ, ফারুক ফয়সাল খান, ইন্নাল হোসেন, ফায়েজ ধাবক, ইব্রাহিম আকাশ প্রমুখ। উক্ত কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের পরিচালক নাজমুস সাকিব, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন ও এম এম ইশতিয়াক আহম্মেদ।
কমেন্ট বক্স