চুয়াডাঙ্গায় আরও পাঁচজন আক্রান্ত
- আপলোড তারিখঃ ১৮-০৫-২০২১ ইং
দেশে করোনায় ৩২ জনের প্রাণহানি, শনাক্ত ৬৯৮
সমীকরণ প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৯৮ জনের শরীরে শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জনে। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৩৪৭ জনের। এর আগে গত রোববার দেশে করোনায় ২৫ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ৩৬৩ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০২ জন। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ১০ জন, আলমডাঙ্গায় ৩৬০ জন, দামুড়হুদায় ৩২৮ জন ও জীবননগরে ২০৪ জন। গতকাল জেলায় আরও পাঁচজন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৭৮১ জন।
জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ১৭টি নমুনা সংগ্রহ করে পেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ১৪টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে পাঁচটি নমুনায় করোনা শনাক্ত হয় ও বাকী নয়টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। এদিকে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ২৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫০২টি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৫০২টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ২৬২টি, পজিটিভ ১ হাজার ৯০৫টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৬২ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৬ জন, আলমডাঙ্গায় ৬ জন, দামুড়হুদায় ১৪ জন ও জীবননগরে ১৬ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫১ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২০ জন, আলমডাঙ্গায় ৩ জন, দামুড়হুদায় ১২ জন ও জীবননগরে ১৬ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৩ জন ও আলমডাঙ্গায় ৩ জন ও দামুড়হুদায় ২ জনসহ ৮জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ৩ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। এর মধ্যে সদর উপজেলার ২২ জন, আলমডাঙ্গায় ১৬ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ৪ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স