টুইটারে যুক্ত হচ্ছে ভার্চুয়াল টিপ জার
- আপলোড তারিখঃ ১৮-০৫-২০২১ ইং
প্রযুক্তি প্রতিবেদন:
টুইটারকে আরও জনপ্রিয় করতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের জন্য টুইটার নতুন নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসছে। এবার কিছুদিনের মধ্যেই টুইটারে যুক্ত হতে চলেছে ভার্চুয়াল টিপ জার (ঞরঢ় ঔধৎ) সিস্টেম। টুইটার ব্যবহারকারীদের একাংশ যা নিজের প্রোফাইলের সঙ্গে যুক্ত করতে পারবেন।
এই টিপ জার ব্যবহার করলে টুইটারে বাড়বে একে অপরকে অর্থনৈতিকভাবে আয়ের সুযোগ। অর্থাৎ, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে টুইটারে কেবলমাত্র লাইক, শেয়ার অথবা রিট্যুইট ছাড়াও অন্য কোনোভাবে সমর্থন করতে চান, তার জন্য এই টিপ জার ব্যবহার করতে হবে। মূলত যে কোনো রকম সামাজিক অথবা অন্যান্য উদ্যোগকে অর্থনৈতিকভাবে সমর্থন করার জন্যেই এই টিপ জার তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে, এই টিপ জারের ব্যবহার কেবলমাত্র নির্দিষ্ট ব্যক্তিবর্গের বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। এর এক গোষ্ঠীর মধ্যে থাকবেন সাংবাদিক, বিভিন্ন ক্রিয়েটর, নন-প্রফিট সংস্থা ও বিশেষজ্ঞরা।
কমেন্ট বক্স