জীবননগরে বিজিবির হাতে ফেনসিডিলসহ দুজন আটক
- আপলোড তারিখঃ ২৩-০৪-২০২১ ইং
জীবননগর অফিস:
জীবননগরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারি আটক হয়েছেন। গত বুধবার রাতে ঝিনাইদহ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্ত জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গশেপুর বিওপির নায়েব সুবেদার মো. জিলাস উদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৯ হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর থানা মোড় পাকা রাস্তার ওপর হতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জীবননগর পৌর শহরের কাজিপাড়ার মো. সাইদুর রহমানের ছেলে মাদক চোরাকারবারি মো. জিসানুর রহমান হিমেল (২৭) এবং নারায়নপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. বিপুল মিয়া (২৮) দুই বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল (ইয়ামাহা এফ জেড ভারসন-৩), ২টি মোবাইল (২টি সিমকার্ড) বাংলাদেশি নগদ ৫ হাজার ১৫৬ টাকাসহ আটক করা হয়। আটককৃত আসামিদেরকে মাদকদ্রব্যসহ জীবননগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স