বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাদী জানেন না আসামির অপরাধ কী!

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২১ ইং
বাদী জানেন না আসামির অপরাধ কী!
মেহেরপুরে সাংবাদিক জনিসহ সাতজনের নামে চাঁদাবাজির মামলা প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে সাংবাদিক জনিসহ সাতজনের নামে করা চাঁদাবাজির মামলার বাদী জানেন না আসামিদের অপরাধ কী! গতকাল বৃহস্পতিবার রাতে মামলার বাদী মো. তাবিরুল ইসলাম তাবুকে ফোন দিলে তিনি বলেন, সরাসরি যোগাযোগ করেন, মোবাইলে কথা বলা যাবে না। ফতেপুর গ্রামে তাবুর সাথে দেখা করলে তিনি বলেন, ‘আমি এ মামলার কিছুই জানি না। ফতেপুর গ্রামের বিশ^াস পাড়ার মনিরুল ইসলাম মনির ছেলে অটো চালক মুন্না যেভাবে আমাকে বলেছে, আমি সেইভাবে মামলা করেছি। এর বেশি আমি জানি না।’ তবে এসময় মুন্নার পাশে থাকা মিলন মেম্বার দাম্ভিকতার সাথে বলেন, ‘তাবু কোনো কথা বলবে না, যা বলার আমার সাথে বলেন। খবর নিতে হলে থানায় যান, সেখানে যেয়ে খবর নেন। মেহেরপুরের লোক গ্রামে কী করতে এসেছেন? ভবিষ্যতে গ্রামে আসার চেষ্টা করবেন না।’ উল্লেখ্য, বুড়িপোতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মিলন আহম্মেদের অবৈধভাবে ভৈরব পাড়ের মাটি বিক্রি ও ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাটের ঘটনার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর উদ্দেশ্য প্রণোদিতভাবে গত ২০ এপ্রিল তাবিরুল ইসলাম তাবু বাদী হয়ে সাংবাদিক মিজানুর রহমান জনিসহ সাতজন ফতেপুর গ্রামবাসীর নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা