দেশ ও মানুষের স্বার্থে সরকারকে সহায়তা করুন
- আপলোড তারিখঃ ১১-০৪-২০২১ ইং
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস :
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। গতকাল শনিবার আলমডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি।
মাস্ক বিতরণ শেষে এক আলোচনা সভায় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে সাড়ে ৬ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং গড়ে প্রতিদিন ৬৫ জন মারা যাচ্ছে। সুতরাং আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সকল সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া ঘরেই বাইরে বের হওয়া যাবে না। সরকার আগামী ১৪ তারিখ থেকে এক সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা করবেন। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আপনারা সরকারকে সহায়তা করুন। দেশের এমন মহামারী সময়ে দেশকে আরও অস্থিতিশীল করতে একটি চক্র মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে। এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।’
আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, জেলা সদস্য আবু মুছা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মতিয়ার রহমার ফারুকের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মন্টু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আাওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, রেজাউল হক তবা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবু ডালিম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, নুরুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স