শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে নাসির উদ্দীন (১৯) নামের এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার খাদ্য গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত নাসিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম নাসির চুয়াডাঙ্গা পৌর এলাকার কাউন্সিলপাড়ার মুক্তার হোসেনের ছেলে ও চুয়াডাঙ্গা জামান গ্রুপ অব ইন্ডাসট্রিজ প্লাস্টিক কারখানার কর্মী। এদিকে এ ঘটনায় আহত নাসিরে মা নাসিমা বেগম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, গতকাল সন্ধ্যায় নাসির নিজের কিছু কাজ শেষ করে খাদ্য গোডাউনের সামনে দিয়ে বাড়ির উদ্যোশে যাচ্ছিল। এসময় কয়েকজন যুবক পূর্ব শত্রুতার জের ধরে নাসিরকে রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে এলে তাঁরা পালিয়ে যায়। পরে নাসিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত নাসির জানায়, নিজের কিছু কাজ শেষ করে খাদ্য গোডাউনের সামনে দিয়ে বাড়ির উদ্যোশে যাচ্ছিলাম। এসময় শান্তিপাড়ার ইউসুপের ছেলে আকাশ, সিগনাল পাড়ার রিংকু, সুরুজ বাঙালির ছেলে আলমসহ আরও কয়েকজন আমার পথ রোধ করে। এসময় কোন কিছু না বলেই সবাই মিলে আমাকে রড, জিআই পাইপ দিয়ে পেটাতে থাকে। পরে স্থানীয় ব্যক্তিরা ছুটে এলে ওরা পালিয়ে যায়। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, নাসির নামের এক যুবককে পিটিয়ে জখম করার বিষয়ে তার মা নাসিমা বেগম একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স