শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার আন্দিপুরে ঐতিহ্যবাহি ডাংগুলি টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২১ ইং
আলমডাঙ্গার আন্দিপুরে ঐতিহ্যবাহি ডাংগুলি টুর্নামেন্ট
সমীকরণ প্রতিবেদক: গ্রামবাংলার কিশোরদের খেলা ‘ডাংগুলি’। এই খেরার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। সারাবাংলার সব গ্রামের কিশোর এ খেলার সঙ্গে পরিচিত এবং এটি তাদের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। তবে শহুরে কিশোরদের অনেকেই হয়তো এই খেলাটির সঙ্গে পরিচিত নয়। একসময়ের জনপ্রিয় খেলার নাম ডাংগুলি। কালের বিবর্তণে হারিয়ে যাওয়া এই খেলাকে এখনও ধরে রেখেছে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়েনের আন্দিপুর গ্রামের মানবতার ডাকে আমরা নামের একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। গতকাল শুক্রবার এই সংগঠনের উদ্যোগে ডাংগুলি টুর্নামেন্টর আয়োজন করে। আন্দিপুর গ্রামের মাঠে এই ডাংগুলি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। ১৬টি দলের মধ্যে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টর ফাইনালে খেলে ফিরোজ টিম বনাম রকির টিম। ফাইনাল খেলায় ফিরোজের টিম জয়ী হয়। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণি সভায় প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সহকারী শিক্ষক জাহিদুর রহমান। বিষেশ অতিথি ছিলেন মেম্বার পদপ্রার্থী সোহরাব হোসেন শিলু। এসময় আরও উপস্থিত ছিলেন- শাওন, নাজমুল, ফিরোজুল ইসলাম, আলমগীর হোসেন, আবু বক্কর, ছবির আলী, সোনা মিয়া প্রমুখ। সমগ্র টুর্নামেন্টটির সঞ্চালনায় ছিলেন শাহাবুল হক।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা