শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাছ ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গায় মাছ ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বড় বাজারে তুহিন ইসলাম রানা (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনার দুদিন পর সদর থানায় মামলা দায়ের করেছেন আহত রানার স্ত্রী। গতকাল শুক্রবার রাতে রানার স্ত্রী মুক্তা খাতুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। রাতেই সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার পর থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রানা। পরে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়। তবে তাঁর অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকৃত অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি আরও বলেন, এ ধরনের সমস্যার জন্য প্রশাসন আছে। প্রশাসনকে বাদ দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা আইন বিরোধী কাজ। ফলে এসকল বেআইনি কজের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রসঙ্গত, গত ৭ এপ্রিল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কের জলযোগ হোটেলের সামনে রানার ওপর এলোপাতাড়ি হামলা চালায় মাছপট্টির একটি পক্ষ। পরে স্থানীয় ব্যক্তিরা জখম রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। দীর্ঘদিন যাবৎ রানার সঙ্গে বড় বাজার মাছ ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক লিপ্টনের মধ্যে টাকা-পঁয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে জলযোগ হোটেলের সামনে রানার সঙ্গে হাবিবুর রহমান ও লিপ্টনসহ মাছ ব্যবসায়ীদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে রানা মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় ব্যক্তিরা জখম রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এবিষয়ে বড় বাজার মাছ ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘রানা, রাব্বি ও দয়াল এরা তিনজন প্রায়ই বড় বাজার মাছ ব্যবসায়ীদের থেকে পাঁচশ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদা নিয়ে থাকে। এই নিয়ে মাছ ব্যবসায়ীদের সঙ্গে রানা, রাব্বি ও দয়ালদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালেও তাঁরা বাজারে এসে টাকা চাইতে থকে। টাকা না দিতে চাইলে তাঁরা মাছ ব্যবসায়ীদেরকে দা ও চাইনিজ কুড়ালের ভয় দেখায় ও গালিগালাজ করে। আমরা রানাকে থামাতে গেলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। রানাকে প্রতিহত করার সময় তাঁর মাথায় আঘাতপ্রাপ্ত হয়। মূলত মাছ ব্যবাসায়ীদের নিকট চাঁদা চাওয়া ও তাঁদেরকে গালিগালাজ করার প্রতিবাদ করতে যেয়ে এ ঘটনা ঘটেছে। বলে দাবী করেন মাছ ব্যবসায়িক কয়েকজন।


কমেন্ট বক্স