শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আ. লীগের সহসভাপতি খুস্তার জামিল

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা আ. লীগের সহসভাপতি খুস্তার জামিল
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানালেন নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সারা দেশে করোনাভাইরাসের প্রকোপ আবার বৃদ্ধি পাচ্ছে। সরকার দক্ষতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করছে। ইতোমধ্যে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এখন আমাদের মধ্যে দৃঢ়ভাবে সচেতনতার প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে। বিবৃতিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল আরও বলেছেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গা তথা এই অঞ্চলের মানুষের অভিভাবক। তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি আমাদের মাথার ওপর বটবৃক্ষের ন্যায় ছায়া দিচ্ছেন। করোনাভাইরাস মহামারিতেও তিনি হাজারো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এখনও একজন সংসদ সদস্য হিসেবে সাধারণ মানুষের পাশে সবসময় রয়েছেন। আমাদেরকে তাঁর স্বাস্থ্য-সুরক্ষা নিয়েও চিন্তা করতে হবে। তিনি বাইরে বের হলে আমাদের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ যারা আছেন, এই করোনাকালীন সময়ে তাঁর থেকে অন্তত ৬ ফিট দূরুত্ব বজায় রাখতে হবে। এই দূরুত্ব আমাদের অভিভাবক সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি মহোদয়কে সুস্থ রাখার জন্য। আমাদের মনে রাখতে হবে, আমাদের অভিভাবককে ভালো রাখার দায়িত্ব আমাদেরই।’


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা