চুয়াডাঙ্গায় গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ
- আপলোড তারিখঃ ২৬-০৩-২০২১ ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ২০২০-২০২১ অর্থবছরে চুয়াডাঙ্গা জেলার গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মধ্যে পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এ সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬৮ জন গ্রাম পুলিশকে সাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল গ্রাম পুলিশদের প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মধ্যে এসব বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, সুরাইয়া মমতাজ প্রমুখ। গ্রাম পুলিশের সদস্যরা জানান, সরকারি কাজে তাঁদের বিভিন্ন স্থানে যেতে হয়। বাহন না থাকায় বেতনের টকা খরচ করে চলাচল করতে হয়, বাইসাইকেল উপহার পাওয়াতে তারা এখন একদিকে যেমন সরকারি দায়িত্ব পালনে বেশি ভূমিকা রাখবে, অপর দিকে বেতনের টাকাও বাঁচবে।
কমেন্ট বক্স