বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২১ ইং
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর করুণ মৃত্যু
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ (৪) দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামের মাঠপাড়ার সুজনের ছেলে। জানা যায়, আব্দুল্লাহদের বাড়ির টিনের বেড়ায় সঙ্গে বৈদ্যুতিক তারের ছেড়া অংশ লেগে থাকায় টিনের বেড়াও বিদ্যুতায়িত হয়ে থাকে। খেলা করার একপর্যায়ে আব্দুল্লাহ বিদ্যুতায়িত টিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আব্দুল্লার বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতারের উদ্যেশে রওনা হয়। হাসপাতালে নেওয়ার পথের মধ্যে আব্দুল্লার মৃত্যু হয়। এদিকে, গতকালই মাগরিবের নামাজের পূর্বে নিহত লাশের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত