বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিজিবির সপ্তাব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত ৭ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬- বিজিবির অধিনস্থ ঠাকুরপুর, মুন্সিপুর, বড়বলদিয়া, বারাদী, দর্শনা আইসিপি, ফুলবাড়ী, সুলতানপুর এবং বাজিতপুর বিওপি সীমান্ত এলাকায় এ সকল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির সপ্তাব্যাপী অভিযানে দুজন আসামিকে আটকসহ ৫১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ কেজি গাঁজা, ১৬ বোতল মদ, ১৭ লিটার বাংলা মদ, হেরোইন, মোটর সাইকেল, বাইসাইকেল, মোবাইল এবং অবৈধযান আলমসাধু উদ্ধার ও জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৭ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা। আটককৃত মালিকবিহীন চোলাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এবং মালিকসহ আটককৃত মালামাল মাদকদ্রব্য দর্শনা ও মেহেরপুর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ