মেহেরপুরে কথিত শিল্পপতি হাবিবুর রহমান গ্রেপ্তার
- আপলোড তারিখঃ ১৪-০৩-২০২১ ইং
প্রতিবেদক, মেহেরপুর:
তিনটি প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিল্পপতি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে মেহেরপুর থানা পুলিশ। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
জানা যায়, ঢাকা যুগ্ম দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইবুনাল ৭ নম্বর আদালতের বিচারক হাবিবুর রহমান হাবিবকে সি আর ৯৪৮/১৫। দায়রা ৩৪০/১৭ মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন। এদিকে, একই আদালত সি আর ৯৬৩/১৫, দায়রা ৩০৬/১৭ ঢাকা যুগ্ম দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইবুনাল ১৯ নম্বর আদালতের বিচারক সি আর ৯০/১৫, দায়রা ১১৫৭/১৫ মামলাতেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সেই থেকে হাবিবুর রহমান পলাতক ছিলেন। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ দারার নেতৃত্বে পুলিশের একটি দল আমঝুপি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেন। পরে মেহেরপুর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা পূর্বে হাবিবুর রহমানকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারিক হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নামধারী শিল্পপতি হাবিবুর রহমান গত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে মেহেরপুরে উপস্থিত হয়ে জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে আলোচিত হন।
কমেন্ট বক্স