বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসপাতালে রোগীর মৃত্যু, জর্ডানের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২১ ইং
হাসপাতালে রোগীর মৃত্যু, জর্ডানের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
বিশ্ব প্রতিবেদন: সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে বেশ কয়েকজন রোগীর মৃত্যুতে জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যাগ করেছেন। দেশটির রাজধানী আম্মানের পশ্চিমে সল্ট সরকারি হাসপাতালে আন্তত ১২ জন রোগীর মৃত্যু হয়। এরপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন নাথির ওবেইদাত। তবে ঠিক কী কারণে অক্সিজেন সংকট দেখা দিয়েছিল তা এখনো জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সকল দায়ভার নিজের কাঁধে নিয়ে জানান, এই সমস্যার সমাধান করা হয়েছে এবং হাসপাতালের রোগীরা এখন অক্সিজেন পাচ্ছেন। জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসাওনেহ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি জর্ডানে করোনার সংক্রমণ বেশ বেড়ে গিয়েছে। ব্রিটেনে পাওয়া ভাইরাসের নতুন ধরনের কারণেই সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণরোধে গত সপ্তাহে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। এক কোটি জনসংখ্যার দেশ জর্ডানে এখন পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ হাজার ২২৪ জনের।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ