সাহায্যের আবেদন
- আপলোড তারিখঃ ০৩-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত নজরুল ইসলাম (৫২) চিকিৎসার অভাবে দুমাস যাবত নিজ বাড়িতে বিছানাগত। সড়ক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ড ভেঙে যাওয়াসহ দুই পা অচল হয়ে গেছে। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু চিকিৎসক জানিয়েছেন তাঁর শরীরে অস্ত্রপচার প্রয়োজন। নজরুল ইসলাম তাঁর পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি ছিলেন। দরিদ্র পরিবারের পক্ষে নজরুল ইসলামের ব্যয়বহুল অস্ত্রপচারের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব নয়। এমতাবস্থায় নজরুল ইসলামের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা। নজরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার ফয়েজ উদ্দীনের ছেলে। সাহায্যের জন্য মো. জিহাদ, ০১৯২২-৭৩৫২৬৫ (বিকাশ) নম্বরের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। -বিজ্ঞপ্তি
কমেন্ট বক্স