খালেদা জিয়াকে কারাবন্দী রাখার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির সমাবেশ
- আপলোড তারিখঃ ০৯-০২-২০২১ ইং
প্রতিবেদক, মেহেরপুর:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তিন বছর কারাবন্দী রাখার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, আধিপত্যবাদী শক্তির দোসর লুটেরা ও কালো টাকার মালিকদের সেবাদাস বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার লক্ষ্যে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখেছে।
কমেন্ট বক্স