দৈনিক সময়ের সমীকরণ পরিবারের:প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৭ ইং
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ এ কর্মরত সকল প্রতিনিধিদের নিয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহর প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক, অফিস প্রধানসহ চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহ এলাকার দৈনিক সময়ের সমীকরণে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান আলোচক ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এছাড়া সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক সময়ের সময়ের সমীকরণ’র ছড়াকার ও একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি এমএ মামুন, পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, মেহেরপুর অফিস প্রধান মেহের আমজাদ, দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেন, জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু, মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেন, গাংনী অফিস প্রধান মিজানুর রহমান। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক সুমন পারভেজ, পলাশ কুমার সাহা, আব্দুস সালাম, পত্রিকার চাকরীর পাতা বিভাগের সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়, মাবুদ সরকার ও সার্কুলেশন ম্যানেজার আলমঙ্গীর হোসেন। সভায় প্রতিনিধিদের সাথে সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন সম্পাদকবৃন্দ। তাদের সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ। গুরুত্বপূর্ণ সংবাদের বেশকয়েকটি উৎস দেখিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য প্রতিনিধিদের তাগিদ দেন প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। বার্তা সম্পাদক হুসাইন মালিক প্রতিনিধিদের সংবাদ সংগ্রহে যে কোন সমস্যা বার্তা বিভাগকে জানাতে অনুরোধ করেন। পত্রিকার সাথে প্রতিনিধিদের বিজ্ঞাপনসহ আর্থিক লেনদেন পরিষ্কার রাখার আহ্বান জানান ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান। প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র জ্যেষ্ঠ প্রতিবেদক উজ্জল মাসুদ, নিজস্ব প্রতিবেদক এসএম সাফায়েত, আফজালুল হক, শহর প্রতিবেদক আনিছ বিশ্বাস, সোহেল সজীব ও গাংনীর বিশেষ প্রতিবেদক মাহাবুব আলম।
সদর উপজেলা: হিজলগাড়ি প্রতিনিধি সেলিম রেজা, সরোজগঞ্জ প্রতিনিধি ইকরামুল হক, তিতুদহ প্রতিনিধি আকিমুল,
দামুড়হুদা: নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান কাজল, এমআই মিরাজ, গোপালপুর প্রতিনিধি রোকনুজ্জামান, কুড়ুলগাছি প্রতিনিধি আহাদ আলী, কার্পাসডাঙ্গা প্রতিনিধি সুলতান, দর্শনা সহকারি অফিস প্রধান ওয়াসিম রয়েল।
জীবননগর: জীবননগর সহকারি অফিস প্রধান মিঠুন মাহমুদ, দত্তনগর প্রতিনিধি আব্দুর রহিম, আরিফুর রহমান, রায়পুর প্রতিনিধি ফেরদৌস, শাকিল হাসানম, নুরুল ইসলাম।
আলমডাঙ্গা: আলমডাঙ্গা অফিসের মাহফুজ আহমেদ, বিপুল মোল্লা, হাটবোয়ালিয়া প্রতিনিধি সালাহউদ্দীন, মুন্সিগঞ্জ প্রতিনিধি সোহাগ কাজী, ডাউকি প্রতিনিধি হাসিবুল ইসলাম, বেলগাছী প্রতিনিধি দুর্জয় আহমেদ কাজল, ঘোলদাড়ী প্রতিনিধি নিশান মিয়া, জামজামী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ সংবাদদাতা অনুপ কুমার মিশ্র, খাদিমপুর প্রতিনিধি মো. অন্তর।
মেহেরপুর ও ঝিনাইদহ জেলা: বারাদি প্রতিনিধি হামিদুল ইসলাম, মুজিবনগর প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমান শের খান, মেহেরপুর প্রতিনিধি মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি ডিএম স্বপন, মহেশপুর প্রতিনিধি মোমিনুর রহমান, কোর্টচাঁদপুর প্রতিনিধি আজিজুল ইসলাম। প্রতিনিধি সভাটি সার্বিক পরিচালনায় ছিলেন বার্তা সম্পাদক হুসাইন মালিক ও বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিম হাবিব।
কমেন্ট বক্স