সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কানাডায় ১৭ দিন নিখোঁজের লেকে মিলল সাকিবের লাশ

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২১ ইং
কানাডায় ১৭ দিন নিখোঁজের লেকে মিলল সাকিবের লাশ
প্রতিবেদক, কালীগঞ্জ: সামিউজ্জামান সাকিব ছোট বেলা থেকেই মেধাবী। তিনি উচ্চশিক্ষা লাভের জন্য বাংলাদেশ থেকে কানাডার মালিতোবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সাকিব ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪র্থ বর্ষে লেখাপড়া করতেন। অদৃশ্য কারণে চলতি মাসের ৯ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টি তাঁর বন্ধুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে। পরে ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক পুলিশকে অবহিত করেন। এরপর কানাডিয়ান পুলিশের তৎপরতায় গত ২৭ জানুয়ারি সাকিবের মরদেহ কলেজের পাশের একটি লেকের পাশ থেকে উদ্ধার করা হয়। বিষয়টি গত বুধবার রাতে কানাডিয়ান পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে সাকিবের বাবাকে নিশ্চিত করেছেন বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে, মেধাবী সাকিবের এমন খবরে পরিবারের সকলে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নিহত সাকিব ঝিনাইদহ কালীগঞ্জের উল্যা গ্রামের আছাদুজ্জান আছাদের ছোট ছেলে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে। নিহতের বাবা আছাদুজ্জামান মোল্যা জানান, কালীগঞ্জের নলডাঙ্গা ভূষন হাইস্কুল থেকে জেএসসি পাশের পর ঢাকার রেসিডিয়ান্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন সাকিব। এরপর ওই প্রতিষ্ঠান থেকেই ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং ২০১৬ সালে এইচএসসি তে জিপিএ-৫ লাভ করে কানাডার মালিতোবা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভতি হন। বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে থাকতেন সাকিব। আশপাশে কয়েকটি রুমে বাংলা ভাষাভাষী কিছু ছেলেরা থাকত। হঠাৎ গত ৯ তারিখ থেকে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না সাকিবের। পরবর্তীতে তাঁর বন্ধুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে জানালে নিখোঁজের ১৭ দিন পর কানাডিয়ান পুলিশ গত বুধবার ওই বিশ্ববিদ্যালয়ের পাশের নির্জন একটি লেকের পাশ থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে। যা বুধবার রাতেই কানাডিয়ান পুলিশ সাকিবের পরিবারকে নিশ্চিত করে। মরদেহ এখনও পুলিশ হেফাজতে আছে। তিনি আরও বলেন, দুই ছেলের মধ্যে বড় ছেলে হাসিবুজ্জামান বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। ভাইয়ের মতো সাকিবও বড় ইঞ্জিনিয়ার হবে এমন ইচ্ছা থেকে তাঁকে কানাডায় পাঠান তাঁর বাবা।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু