শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাড়াগোদায় ট্রাকের ধাক্কায় গুড় ব্যবসায়ী জখম, রেফার্ড

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২১ ইং
খাড়াগোদায় ট্রাকের ধাক্কায় গুড় ব্যবসায়ী জখম, রেফার্ড
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদায় আরজান আলী (৩৫) নামের এক গুড় ব্যবসায়ী ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার সকাল ৬টার দিকে খাড়াগোদা গ্রামের বোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত আরজান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়াই জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহত আরজান আলী সদর উপজেলার খাড়াগোদা গ্রামের বোড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। জানা যায়, গতকাল সকাল ৬টার দিয়ে গুড় বিক্রয়ের জন্য নিজের বাইসাইকেলযোগে বাড়ি থেকে ডাকবাংলা বাজারের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বোড়া মোড়ে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পর আরজান আলীর অবস্থা আরও অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর জখম আরজার আলী আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা