শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধানের শীষে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২১ ইং
ধানের শীষে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন
দর্শনা পৌর নির্বাচনে গণসংযোগকালে বিএনপির মেয়র প্রার্থী বুলেট দর্শনা অফিস: আগামী ৩০ জানুয়ারি দর্শনা পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান বুলেটের গণসংযোগ অব্যহত রয়েছে। গতকাল বুধবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পৌর এলাকার হঠাৎপাড়া, বাসস্ট্যান্ড ও আজিমপুরের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগ করেন তিনি। গনসংযোগে হাবিবুর রহমান বুলেট গ্রামের বিভিন্ন দোকানী, পথচারী ও মানুষের বাড়িতে গিয়ে ধানের শীষে প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগে তিনি বলেন, ‘আমি দর্শনার ছেলে। আমি চিরকাল দর্শনার মানুষের পাশে থেকেছি, তাঁদের জন্য কাজ করেছি। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি চিরকাল আপনাদের সেবাই, আপনাদের পাশে থাকতে চাই। ভোট ডাকাতি করে ক্ষমতাসীনরা পৌরসভা দখল করবে তা মেনে নেব না। ধানের শীষকে কখনো থামিয়ে রাখা যাবে না। আমরা দেশের জনগণের জন্য লড়ে যাব। ধানের শীষ লড়ে যাবে, থেমে থাকবে না।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুল্লাহ, নাহারুল ইসলাম মাস্টার, এনামুল হক মুকুল শাহ, খোকন মিয়া, রেজাউল হক, রবি, সেলিম হোসেন, সেলিম খান, পিয়ার আলী, ইউসুফ আলী, নাজিম, দর্শনা পৌর যুবদলের আহবায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন লিটন, সরোয়ার হোসেন, মিল্টন, আপু, টুটুল শাহ, নাশির উদ্দিন খান হাসু, শিপন, মণ্টু, সাঈদ, উসমান, মান্নান মাস্টার, স্বেচ্ছাসেবক দলের মজনু, সুমন মিয়া, ছোট ফারুখ, ছাত্রদল নেতা মামুন, রাসেল, শিপন, রিয়েল ইসলাম লিয়ন, কামরুল, সজিব, শফিউল, সাব্বির, বিদ্যুত আহম্মেদ, রিদয় প্রমুখ।


কমেন্ট বক্স