বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেবার মান আরও আধুনিক করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২১ ইং
সেবার মান আরও আধুনিক করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার
চুয়াডাঙ্গায় ডাক বিভাগের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ডাক বিভাগের (পোস্ট অফিস) নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এ ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, সরকার ডাক বিভাগকে ডিজিটালাইজ করছে। সেবার মানকে আরও আধুনিক করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। চুয়াডাঙ্গার এই ভবনটি খুব সুন্দর এবং ভালো মানের হবে। তিনি আরও বলেন, যথা সময়ে ভবনের নির্মাণকাজ শেষ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে যেন সময় বেশি না লাগে। চুয়াডাঙ্গা ডাক বিভাগের (পোস্ট অফিস) ভবনের নির্মাণকাজ শুরু করা হলো। জনগণ এ কাজের তদারকি করবে। ঠিকাদার যদি কাজের কোনো অনিয়ম, দুর্নীতি করে, তাহলে কোনো প্রকার ভয়-ভীতি ছাড়ায় সরাসরি আমাকে জানাবেন।’ এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, চুয়াডাঙ্গা ডাক বিভাগের সহকারী প্রকৌশলী শাকিল আহামেদ, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুজ্জামান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শাহাবুল হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ