সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কিছু মৃত্যু আছে, যা বিশ্বাস করতে বড় কষ্ট হয়

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২১ ইং
কিছু মৃত্যু আছে, যা বিশ্বাস করতে বড় কষ্ট হয়
চুয়াডাঙ্গায় সিনিয়র সাংবাদিক জেড. আলম স্মরণে শোক সভায় বক্তারা নিজস্ব প্রতিবেদক: ‘জেড. আলম নেই, এই সত্যটি মন যেন কিছুতেই মেনে নিতে চায় না। মৃত্যু অমোঘ, মৃত্যু স্বাভাবিক। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? তবু কিছু মৃত্যু আছে, যা বিশ^াস করতে বড় কষ্ট হয়। জেড. আলমকে হারিয়ে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গণে যে নক্ষত্রপাত হলো, তা সহজে পূরণ হবার নয়। তার অসমাপ্ত কাজকে দায়বোধের মধ্যদিয়ে সম্পন্ন করাই হবে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন।’ গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে অনুষ্ঠিত শোকসভায় এভাবেই সাংবাদিক, সাহিত্য সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জেড. আলম সম্পর্কে মূল্যায়ন করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এডহক কমিটির আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রয়াত জেড. আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর জেড. আলম সম্পর্কে একে একে স্মৃতিতর্পণ করেন কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল, নজমুল হেলাল, হোসেন জাকির, উদীচী চুয়াডাঙ্গা’র সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম, বিগ বাজারের স্বত্ত্বাধিকারী আজিজুল হক, গ্রুপ থিয়েটার ফেডারেশানের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আলাউদ্দীন, গাংনী উপজেলার গাড়াডোব নিবাসী আব্দুল মান্নান, অ্যাড. বজলুর রহমান, সরদার আলী হোসেন, তৌহিদ হোসেন ও হামিদুল হক মুন্সী। পরিবারের পক্ষ থেকে জেড. আলমের কন্যা রোজা আলম প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। জেড. আলম স্মরণে সরচিত শোকের পঙক্তিমালা পাঠ করেন রিচার্ড রহমান, চিত্তরঞ্জন সাহা চিতু, সুমন মালিক, হেলাল হোসেন জোয়ার্দ্দার ও সুমন ইকবাল। আগামী মার্চ মাসের মধ্যে জেড. আলমের প্রকাশিত-অপ্রকাশিত লেখাসহ অন্যদের স্মৃতিচারণমূলক লেখা নিয়ে ‘জেড. আলম স্মারকগ্রন্থ’ প্রকাশ করা হবে মর্মে শোকসভায় জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু