ঝিনাইদহ শিশু হাসপাতাল পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক
- আপলোড তারিখঃ ০৮-০১-২০২১ ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শিশু হাসপাতাল পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, ডা. জাকির হোসেন, ডা. আলী হাসান ফরিদ, ডা. নওরিন সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে বাংলাদেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল ঝিনাইদহে স্থাপিত হয়। হাসপাতালটি প্রতিষ্ঠা করতে মূখ্য ভূমিকা রাখেন তৎকালীন এমপি ও সংসদীয় স্বাস্থ্য কমিটির সভাপতি মো. মসিউর রহমান। তিনি নার্সিং ইনস্টিটিউট, হরিণাকুণ্ডুতে বিএসসি নার্স সেন্টার, চক্ষু হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, ম্যাটস, চাকলাপাড়ায় আইএইচটি, খাবার স্যালাইন ফ্যক্টরি ও করোনারি কেয়ার প্রতিষ্ঠা করেন। হাটিহাটি পা পা করে দীর্ঘ ১৪ বছর পর হাসপাতালটি প্রাণ ফিরে পেয়েছে। আগামী ১০ জানুয়ারি শিশু হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হবে। স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের ঐকান্তিক প্রচেষ্টায় ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে।
কমেন্ট বক্স