পৌর নির্বাচনে অপ্রীতিকর ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
- আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ফোর্সদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পরে পুলিশ লাইনস ড্রিল শেডে সকাল সাড়ে ১০টায় ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জাহিদুল ইসলাম কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধান বিষয় আলাপ করেন। কল্যাণ সভা শেষে পুলিশ লাইনসের সামনে অবস্থিত পুলিশ ফুড পার্কের উদ্বোধন করেন তিনি।
কল্যাণ সভায় চাঞ্চল্যকর জীবননগর থানাধীন উথলী সোনালী ব্যাংক শাখা থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অংশগ্রহণকারী ৪ জন আসামি গ্রেপ্তার ও তাদের হেফাজত হতে ছিনতাইকৃত নগদ ৫ লাখ ৩ হাজার টাকা, ঘটনায় ব্যবহৃত খেলনা পিস্তল, আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান, সর্বোপরি মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য নগদ ৫০ হাজার টাকা ও চুয়াডাঙ্গা সদর থানাধীন এলাকায় অজ্ঞাতনামা কিশোর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, পাখিভ্যান উদ্ধার ও প্রকৃত আসামি গ্রেপ্তারের জন্য নগদ ১০ হাজার টাকা এবং থানায় মাদক উদ্ধারের জন্য নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
পরে পুলিশ অফিস কনফারেন্স রুমে দুপুর ১২টায় নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের থানাধীন এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য পাহারা, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি ও আইনশৃঙ্খলা রক্ষা এবং আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স