মেহেরপুরে ১১ শিবির কর্মী কারাগারে, ৭ জন সংশোধণাগারে
- আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর শহরের শেখপাড়া থেকে আটক ১৮ জন শিবির কর্মীর মধ্যে ১১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালামের আদালতে তাদের প্রেরণ করা হয়। গতকাল রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এ নির্দেশ দেন। মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালামের আদালত অপ্রাপ্ত বয়স্ক ৭ জনকে যশোরের পোলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কারাগারে প্রেরণকৃতরা হলেন- পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার আব্দুল ওহাবের ছেলে মেহেদী হাসান (২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কালামের ছেলে রাজু আহমেদ (২২), আক্কাস আলীর ছেলে আবুল হাসান (২২), রফিজ উদ্দিনের ছেলে মাহবুব (১৯), কামদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুৃল বাশার (২০), কোলা গ্রামের শহীদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহ (১৯), চকশ্যামনগর গ্রামের আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৯), হঠাৎ পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৯), আলমপুর গ্রামের আজিজুল হকের ছেলে ইকবাল হোসেন (১৯)। আটক ৭ জন শিশু শিবির কর্মীরা হলো মেহেরপুর বড় বাজার এলাকার সৈয়দ মাহবুব হাসানের ছেলে যুবায়ের হাসান (১৫), তাতিপাড়া নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৬), বন্দর গ্রামের আবু তোয়াবের ছেলে আল সাইফ (১৭), চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-হেলাল রোমান (১৫), বজলুর রশীদের ছেলে আবু জাফর (১৭), নতুন পাড়ার লাল মিয়ার ছেলে হৃদয় (১৬), সেলিম রেজার ছেলে মাসুদ (১৫)। উল্লেখ্য, শনিবার বিকেলে মেহেরপুর শহরের সেখ পাড়ায় পৌর সভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের বাড়িতে শিবিরের গোপন বৈঠক চলাকালে শতাধিক পুস্তক, ক্যালেন্ডার ও লিফলেট সহ ১৮ শিবির কর্মীকে আটক করা হয়।
কমেন্ট বক্স