শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে উঠবে

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২০ ইং
এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে উঠবে
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার সমাপনি হবে আজ বৃহস্পতিবার। এর আগে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিরোজ মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বি করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বিজ্ঞান মেলার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, তাঁরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট ১৮টি স্টলের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি স্টলগুলো পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা