বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লিপুসহ দুজন আটক, ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২০ ইং
লিপুসহ দুজন আটক, ফেনসিডিল উদ্ধার
ঝিনাইদহ কালীগঞ্জে র‌্যাবের অভিযান : এমপি আনারের ভাই ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ শ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৬। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর (মধুগঞ্জ) এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার নিশ্চিন্তপুর (মধুগঞ্জ) এলাকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের আপন ভাই মৃত ওবাইদুল ইসলামের ছেলে নিহাল হাসনাইন লিপু (৩৪) ও ফয়লা মাস্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমীত দাস বাবু (৩২)। জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিশ্চিন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ শ বোতল ফেনসিডিলসহ নিহাল হাসনাইন লিপু ও সমীত দাস বাবুকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, ১০টি সিম কার্ড ও নগদ ১৫ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত