সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নৌকার প্রার্থীকে নিয়ে নঈম জোয়ার্দ্দারের আনন্দ-উল্লাস

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় নৌকার প্রার্থীকে নিয়ে নঈম জোয়ার্দ্দারের আনন্দ-উল্লাস
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকার পক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে আনন্দ-উল্লাস করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দলীয় মনোনয়ন চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন পাওয়ার পর তাঁকে সাথে নিয়ে এই আনন্দ-উল্লাস করে জেলা যুবলীগ। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার এক সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দল যাকে মনোনয়ন দিয়েছে, দলের স্বার্থে আমাদের সবাইকে নৌকার পক্ষে থাকতে হবে। নৌকা প্রতীকে আমাদের ভোট করতে হবে। আজ থেকে দলের প্রত্যেকটি নেতা-কর্মীকে ২৮ ডিসেম্বর ভোটের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে। নৌকাকে আমাদের জয়যুক্ত করতে হবে।’ এসময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও জেলা যুবলীগ সদস্য হাফিজুর রহমান হাপু। শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সদস্য খোকা, যুবলীগ নেতা পিরু, শাহী, মাসুম, শুভ, সৈকত, সুইট, রাসেল, কবির, সজল, সুমনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।


কমেন্ট বক্স