মুস্তাক আহম্মেদ সভাপতি ও জালাল উদ্দীন সম্পাদক
- আপলোড তারিখঃ ২২-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুর অ্যানিমেল হেলথ মার্কেটিং অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-মেহেরপুর অ্যানিমেল হেলথ মার্কেটিং অ্যাসোসিলেশনের (এএইচএমএ) জেলা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার কমিটি গঠন উপলক্ষে সকাল ১০টায় চুয়াডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। এরপর বেলা ১১টায় চুয়াডাঙ্গা দৌলাতদিয়ার তাসমিন নূর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিক্রমে নাভানা ফার্মাসিউটিক্যালস-এর সিনিয়র এরিয়া ম্যানেজার মুস্তাক আহম্মেদকে সভাপতি, টেকনো ড্রাগস-এর এরিয়া ম্যানেজার জালাল উদ্দীন আহম্মেদকে সাধারণ সম্পাদক ও গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। টেকনো ড্রাগের এরিয়া ম্যানেজার জালাল উদ্দীনের সভাপতিত্বে কমিটি গঠন সভায় প্রধান অতিথি ছিলেন নাভানা ফার্মাসিটিক্যাল-এর সিনিয়র এরিয়া ম্যানেজার মুস্তাক আাহম্মেদ। সভায় বক্তব্য দেন আবু সায়েম, রাজিবুল হাসান, সাহাবুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মো. সেলিম রেজা।
কমেন্ট বক্স