সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পিচ ফ্যাসিলিলেটর গ্রুপে সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২০ ইং
গাংনীতে পিচ ফ্যাসিলিলেটর গ্রুপে সভা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য, কৃষি ও করোনাকালীন সময়ে স্কুল থেকে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে পিচ ফ্যাসিলিলেটর গ্রুপের (পিএফজি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পিচ ফ্যাসিলিলেটর গ্রুপ (পিএফজি) উপজেলা কমিটির সমন্বয়কারী অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলোআপ সভায় বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিন, পিচ ফ্যাসিলিলেটর গ্রুপের (পিএফজি) উপজেলা কমিটির অ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, পুরুষ পিচ অ্যাম্বাসেডর ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক রানু, সদস্য আব্দুল লতিফ, দিলরুবা ইয়াসমিন, কমরেড আবুল হাসেম, জুলফিকার আলী কানন, তৌহিদ উদ দৌলা রেজা, আফরোজা আক্তার বানু, যুথিকা বিশ্বাস, ইজাজুল হক প্রমুখ।


কমেন্ট বক্স