মেহেরপুরে এমআইএস সফটওয়্যার-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- আপলোড তারিখঃ ২২-১১-২০২০ ইং
মেহেরপুর অফিস:
জাতীয স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। জেলা প্রশাশক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজি পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মোহাম্মদ বোরহান উদ্দিন ভূঁইয়া। আলোচক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এনআইএলজি অনুষদ সদস্য মতিউর রহমান, নাজিম উদ্দিন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণের অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মো. শাহ জামান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স