চুয়াডাঙ্গায় সরকারের উচ্চপর্যায়ের একটি টিম
- আপলোড তারিখঃ ০৩-১১-২০২০ ইং
জনপ্রশাসন পদক প্রাথমিক পর্যায়ের সরেজমিনে পরিদর্শনে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জনপ্রশাসন পদক-২০২০ এর জন্য প্রাথমিকভাবে কারিগরী ক্যাটাগরীতে নির্বাচিত প্রকল্পের (অনলাইনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাস্তবায়ন) বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের টিম। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টিম চুয়াডাঙ্গা আসলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে, বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিকভাবে কারিগরী ক্যাটাগরীতে নির্বাচিত প্রকল্পের (অনলাইনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাস্তবায়ন) বিষয়ে প্রেজেন্টশন উপস্থাপন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাহিদ সুলতানা মল্লিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসনের সকল উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে, অতিথিরা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
কমেন্ট বক্স