বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২০ ইং
দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় অবৈধ কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক কসমেটিকস ও এক ফার্মেসির মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে বড়বাজার পুরাতন গলির ভিতরের এক কসমেটিকস দোকানে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে আসা প্রচুর পরিমাণ অবৈধ বিদেশি কসমেটিকস পাওয়া যায়। যার কোনো বৈধ আমদানিকারকের ঠিকানা ও বাংলাদেশি টাকায় মূল্য ট্যাগ দেওয়া নেই। এই অপরাধে ওই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে যেন আর এধরণের মালামাল বিক্রয় না করে সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। পরে, চৌরাস্তা মোড়ে অবস্থিত মেসার্স রাজু ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ