মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চোরচক্রের ৭ সদস্য আটক : ৯টি আলমসাধু উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২০ ইং
চোরচক্রের ৭ সদস্য আটক : ৯টি আলমসাধু উদ্ধার
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আলমসাধু চোরচক্রের ৭ সদস্যকে আটক করেছে সদর থানা-পুলিশ। এদের নিকট থেকে ৯টি চোরাই আলমসাধু উদ্ধার করে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে চুরি করা আলমসাধুর ডিজাইন পরিবর্তন করার যন্ত্রপাতিও উদ্ধার করা হয়। গত সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের এই ৭ সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের স্ট্যান্ডপাড়ার আশরাফ আলীর ছেলে বাশি (৩৫), চিৎলা রুইতনপুর গ্রামের আত্তাব উদ্দীনের ছেলে আসান আলী (৩৫), বড় গাংনী গ্রামের বাজারপাড়ার আতাউর রহমানের ছেলে আইনুল হোসেন (৩০), একই এলাকার তারিফ মোল্লার ছেলে সাইনাল মোল্লা (২৭), মৃত আদম মন্ডলের ছেলে সোহরাব উদ্দীন (৩৫), ছোট গাংনী গ্রামের আবুল হাসেমের ছেলে রকিবুল হোসেন (২৩) ও জীবননগর উপজেলার মেদিনীপুর স্কুলপাড়ার আব্দুস সাত্তারের মন্ডলের ছেলে ইদ্রিস হোসেন (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, গত একমাস পূর্বে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামের সোহাগ মোড় এলাকার আলমসাধুচালক হাফিজুর রহমানের একটি আলমসাধু চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড় থেকে হারিয়ে যায়। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও হারানো আলমসাধুটি না পেয়ে গত ১৯ অক্টোবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন হাফিজুর। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খানের নেতৃত্বে চোরচক্র ধরতে মাঠে নামেন উপপরিদর্শক (এসআই) হাসান্জ্জুামান রাসেলসহ সদর থানা-পুলিশের একটি চৌকস দল। বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রথমে আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের বাশি ও চিৎলা রুইতনপুর গ্রামের আত্তাব উদ্দীনের ছেলে আসান আলীকে আটক করেন এসআই হাসানুজ্জামান রাসেল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের আরও পাঁচজনকে আটক করাসহ আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী থেকে আটটি ও জীবননগর মেদিনীপুর থেকে একটিসহ মোট ৯টি চোরাই আলমসাধু উদ্ধার করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে আলমসাধুর ডিজাইন পরিবর্তন করার বিভিন্ন যন্ত্রপাতিও উদ্ধার করে পুলিশ। আলমসাধু চোরচক্রের ৭ সদস্যকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, ‘আটককৃতদের কাছ থেকে ৯টি আলমসাধু উদ্ধার করাসহ আসামীদের সংশ্লিষ্ট মামলাতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’


কমেন্ট বক্স