দেশের সব অর্জন আ.লীগ সরকারের হাত ধরেই এসেছে
- আপলোড তারিখঃ ২১-১০-২০২০ ইং
সেনেরহুদায় ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভায় সাবেক চেয়ারম্যান হান্নান
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার সময় সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হেলার সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি প্রাচীন ও শক্তিশালী রাজনৈতিক সংগঠন। স্বাধীনতাসহ দেশের সকল অর্জন আওয়ামী লীগ সরকারের হাত ধরেই এসেছে। আমাদের প্রিয় নেতা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জননেতা হাজী আলী আজগার টগর মহোদয়ের মাধ্যমে এই ইউনিয়নে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। উথলী ডিগ্রী কলেজের ভবন, উথলী গার্লস স্কুলের ভবন, সিংনগর হাইস্কুলের ভবন, সেনেরহুদা মাদ্রাসা ভবন, প্রাইমারী স্কুলের ভবনসহ এলাকার রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট করে ব্যাপক উন্নয়ন করেছেন এমপি মহোদয়। এই এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি আশা করি ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি এই ওয়ার্ডের সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্ট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর প্রমুখ।
কমেন্ট বক্স