আপনারা আগের সঙ্গে বর্তমানের তুলনা করবেন
- আপলোড তারিখঃ ০৯-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় নিচের বাজারে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা নিচের বাজারের (বড় বাজার) মাছের বাজারে আর থাকছে না জমে থাকা পানি ও স্যাত-স্যাতে পরিবেশ। আরসিসি ঢালাই রাস্তার মাধ্যমে মাছের বাজারকে নতুন রূপে সাজানো হচ্ছে। পানি-নিষ্কাশনের ব্যবস্থাসহ করা হবে যাতায়াত ও মাছ-ক্রয়ের জন্য ক্রেতাদের দাঁড়ানোর পরিষ্কার স্থানের ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মাছের বাজারে আরসিসি এ ঢালাইকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এসময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, সামনে নির্বাচন, কত লোকে কত কথা বলছে। কয়টা কথা সত্যি একটু যাচাই করে দেখবেন। এতোটা মিথ্যা বলতে তাঁদের মুখে বাঁধে না। আমি অবাক হই। কাঁরা বলছে এসব কথা। আবার কেনই বা বাঁধবে, পৌরসভায় সাধারণ মানুষকে যাঁরা অপমানিত করেছে, ঘাঁড় ধাক্কা দিয়েছে, তাঁরা মানুষের কথা ভাবে না। আপনারা চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা যাঁরা, বহু নির্বাচন দেখেছেন, বহু মেয়র দেখেছেন। আগের সেই দিনের সাথে বর্তমানের তুলনা করবেন। এখন পৌরসভায় গেলে চা খেয়ে আসতে পারেন। একজন পৌর সেবক হিসেবে আমি চেষ্টা করি সবসময় আপনাদের সেবা করার। আপনাদের সাথে ভালো ব্যবহার করার, আপনাদের সুখ-দুঃখের কথা শোনার।
পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, আপনারা আমার কাছে বলেছিলেন, মাছের বাজারের এই রাস্তাটি করে দেওয়ার জন্য। রাস্তা অনেক উন্নতমানের হচ্ছে। আপনারা আজ দাবি জানালেন, পাবলিক টয়লেট আর মাছের বাজারের চালে চাটাই দেওয়ার জন্য। ইনশা-আল্লাহ আমি আপনাদের প্রত্যেকটি দাবি অচিরেই পূরণ করব। কেউ কেউ অপপ্রচার ছড়াচ্ছে, তাঁরা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে আমার পরিষদের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে সবথেকে বেশি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আসলে বার বার নানা প্রকার বাধাঁর মধ্যেও আমাকে কাজ করতে হয়। এতো অল্প সময়ে আমি যত উন্নয়নমূলক কাজ করেছি, আর যত কাজ চলমান, তা আগে কখনো হয়নি।
উদ্বোধকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি ভাষা, চুয়াডাঙ্গা পৌর সভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা পরিবেশক সমিতির সাবেক সভাপতি সালাউদ্দীন চান্নু, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও নিচের বাজার কাঁচা কাঁচামাল আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দীপন, নিচের বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী, মাছ ব্যবসায়ী শিমুল লস্কার, ছাত্রলীগ নেতা প্লাবন, সবুজ, আকাশ, মিশনসহ স্থানীয় মাছ ও কাচাঁ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
কমেন্ট বক্স