সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২০ ইং
হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইজিবাইক চালকদের রেজিস্ট্রেশন ও মোটরসাইকেল চালকদের কাগজপত্র চেকিং করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নের্তৃতে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তায় চলাচলকারী একাধিক ইজিবাইক আটক করে তাদের তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করানো হয় ও আগামী এক সপ্তাহের মধ্যে সড়কে চলাচলকারী প্রতিটি ইজিবাইকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। একই সময় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র চেকিং করা হয়। হেলমেট না থাকার অপরাধে এক মোটরসাইকেল চালককে ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসএই তাপস ও এএসআই সবেদ আলী।


কমেন্ট বক্স