কলকাতা টিভির চুয়াডাঙ্গা সংবাদদাতা হলেন সনজিত কর্মকার
- আপলোড তারিখঃ ৩০-০৯-২০২০ ইং
নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন কলকাতা টিভির চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সনজিত কর্মকার। গত ২৫ সেপ্টেম্বর কলকাতা টিভি কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব পালনের জন্য সনজিত কর্মকারকে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন। ২০০০ সাল থেকে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাত পত্রিকার মধ্যে দিয়ে সনজিত কর্মকার সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি বিভিন্ন সময়ে জাতীয় সংবাদ সংস্থায় সুনামের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি বার্তা সংস্থা প্রেস বাংলা এজেন্সি (পিবিএ)-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি। কলকাতা টিভির চুয়াডাঙ্গা সংবাদদাতা হিসেবে নিয়োগ পাওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সনজিত কর্মকার চুয়াডাঙ্গা পৌর এলাকা বাজারপাড়ার মৃত নিতাই কর্মকারের ছোট ছেলে। তিনি পেশাগত দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
কমেন্ট বক্স