জীবননগরে সরকারি গাছ উদ্ধার, মামলা!
- আপলোড তারিখঃ ০১-০৯-২০২০ ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা পরিষদের সামনে থাকা আম্পান ঝড়ে পড়া গায়েব হওয়া কায়েকটি সরকারী গাছ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার থানা পুলিশ অভিযান চালিয়ে ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলরের দখলে থাকা বিভিন্ন প্রজাতির দশটি গাছ উদ্ধার করে। এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, আম্পান ঝড়ে পড়া গাছ জীবননগর উপজেলা পরিষদের সামনে লট আকারে রাখা হয়। গাছগুলি গত ২৬ আগস্ট মার্কিং করে ১শ ৬৪ পিস বিভিন্ন প্রজাতির গাছ নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রয় করা হয়। উক্ত গাছগুলি জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর অঞ্জন ৫০ হাজার ৫ শ টাকায় ক্রয় করেন। নিলামে ক্রয়কৃত মার্কিং করা গাছগুলো উঠানোর সময় উপজেলা পরিষদের সামনে থাকা ১২পিস বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে নিয়ে যায়। গাছ চুরির বিষয়টি জীবননগর থানায় লিখিত অভিযোগ করেন জীবননগর উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে সার্ভেয়ার শাহ আলম। লিখিত অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত কুমার সিংহ জীবননগর থানা পুলিশের সহযোগিতায় গতকাল সোমবার অভিযান চালিয়ে জীবননগর শহরের বিভিন্ন স্থান থেকে চোরাইকৃত দশ টুকরো গাছ উদ্ধার করে।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘চুরিকৃত ১০ টুকরা গাছ উদ্ধার করা হয়েছে।’
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘চুরিকৃত দশ টুকরো গাছ উদ্ধার হয়েছে বাকী গাছ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। চুরির বিষয়ে জীবননগর থানায় ওয়ার্ড কাউন্সির অঞ্জনকে ১নং আসামীসহ আরো ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।’
কমেন্ট বক্স