৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ ২১-০৮-২০২০ ইং
দামুড়হুদার ডুগডুগিতে র্যাবের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলায় ৩৫০ পিহ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬, ঝিনাইদহ। গত বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে দামুড়হুদা থানাধীন ডুগডুগি এলাকা হতে র্যাব-৬, ঝিনাইদহের একটি টিম অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী দামুড়হুদা উপজেলার দর্শনা থানার শ্যামপুর গ্রামের উত্তরপাড়ার জুরান শেখের ছেলে মিলন শেখ (৩০)। জানা যায়, বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে দামুড়হুদা থানাধীন ডুগডুগি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১০টার দিকে ডুগডুগি গ্রামের বাদলের মুদির দোকানের সামনে দামুড়হুদা-দর্শনা সড়ক থেকে মাদক পাচারের সময় ৩৫০ পিস ইয়াবা, একটি মোবাইল, দুটি সিমসহ মিলন শেখকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃত ৩৫০ পিস ইয়াবা, একটি মোবাইল, দুটি সিমসহ মিলন শেখকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে এবং মিলন শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।
কমেন্ট বক্স