বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার মোক্তারপুরে ইজিবাইক চাপায় শিশু জখম

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২০ ইং
দামুড়হুদার মোক্তারপুরে ইজিবাইক চাপায় শিশু জখম
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার মোক্তারপুর ইজিবাইকের নিচে পড়ে তাসনিয়া (৩) নামের এক শিশু রক্তাক্ত জখম হয়েছে। আহত তাসনিয়া মোক্তারপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে। গতকাল বুধবার বিকের চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের কামাল হোসেনর মেয়ে তাসনিয়া খাতুন রাস্তা ধারে খেলা করছিল। এ সময় হাতিভাঙ্গা গ্রামের নূরু মালিতার ছেলে ইজিবাইক চালক মান্নান তাকে চাপা দেয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর মো. আসিব মুজতুবা জানান, শিশু তাসনিয়া গুরুতর জখম হয়েছে। তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে এবং বাম হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার অবস্থা গুরুতর দেখে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে। পরে তাসনিয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতিমা হক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাসনিয়ার বাবা কামাল হোসেন জানান, ‘আমার মেয়েকে মান্নান ইজিবাইক দিয়ে চাপা দিয়েছে। তার মাথা কেটে গিয়েছে, ১১টি সেলাই পড়েছে আর বাম হাত ভেঙে গেছে।’


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত