বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আরও একটি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২০ ইং
ঝিনাইদহে আরও একটি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
ঝিনাইদহ অফিস: ‘মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এ স্লোগান নিয়ে ঝিনাইদহের আরাপপুরে বিট পুলিশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের আরাপপুর এতিমখানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার। উদ্বোধন শেষে সারা দেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় থাকবে। বক্তারা বলেন, অপরাধ দমন এবং পুলিশি সেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগণ দ্রুত যেন পুলিশি সেবা পায় এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ