সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা প্রতিরোধের একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২০ ইং
করোনা প্রতিরোধের একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা
চুয়াডাঙ্গা পৌর এলাকার ১০৭টি মসজিদে হ্যান্ড ওয়াশ বিতরণকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা উদ্যোগে চুয়াডাঙ্গা পৌরসভার আওতাভুক্ত ১০৭টি মসজিদে হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদগুলোর দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য ও ইমাম-মুয়াজ্জিনদের হাতে এ হ্যান্ড ওয়াশ তুলে দেন। হ্যান্ড ওয়াশ বিতরণকালে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা একটি সংকটকালীন পরিস্থিতি পার করছি। এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের এখন সবথেকে বেশি প্রয়োজন সচেতন হওয়া। আমরা যদি সচেতন না হয়, তবে করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব নয়। মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ হয়। অনেক মানুষ আসে। সবাই যাতে হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে মসজিদে প্রবেশ করে, সে জন্য এ হ্যান্ড ওয়াশ দেওয়া। আমি আগে থেকেই হ্যান্ড ওয়াশ রাখার জন্য সুবিধাজনক স্থান যেটি মসজিদ কর্তৃপক্ষ দেখিয়ে দিয়েছে, সেখানে এটি রাখার ব্যবস্থা করেছি। এখন প্রত্যেক মসজিদে পাঁচ লিটার হ্যান্ড ওয়াশ দিচ্ছি। যাতে সবাই ব্যবহার করতে পারে। এখন আপনাদের দায়িত্ব এটি ব্যবহারের প্রতি খেয়াল রাখা।’ তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকা হবে। আপনারা শুধুমাত্র স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন, করোনাভাইরাস প্রতিরোধের একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, টিকাদান সুপারভাইজার আলী হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু